প্রধানমন্ত্রীকে ‘অডিটর ক্রাউড প্লাটফর্ম’ গঠনের কথা জানালেন পলক

১০ মে, ২০২০ ২০:৪২  
কারোনাকালে গত ৬০ দিনে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, কৃষি ও সরবরাহ ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণভবনে ত্রাণ তহবিলে অনুদানের চেক প্রদানের সময় রোববার ভিডিও কনফারেন্সিংয়ে এই তথ্য উপস্থাপন করেন প্রতিমন্ত্রী। এসময় জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীকে জানান, corona.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে দেশের ৫০ লক্ষ নাগরিক ভিজিট করে সেবা গ্রহণ করেছে। ৩৩৩ হটলাইনের মাধ্যমে এ পর্যন্ত ৭০ লক্ষ লোক কল করে সেবা গ্রহণ করেছে এবং করোনা বিষয়ে কল এসেছে ১৬ লক্ষ। এর সাথে ৪ হাজার ডাক্তারের সাথে সংযুক্ত থেকে চিকিৎসা সেবা প্রদান করছে। তিনি বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১ হাজার উদ্যোক্তা হট লাইনের মাধ্যমে সহায়তা প্রদানের জন্য সম্পৃক্ত রয়েছে। হটলাইন এর মাধ্যমে খাদ্য সহায়তা চেয়েছে এমন প্রায় ৩০ হাজার পরিবারকে খাদ্য পৌঁছে দেয়া হয়েছে। মানবিক সহায়তা প্রদানের জন্য ৫০ হাজার নাগরিকের ডাটাবেজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম অডিটর ক্রাউডিং প্লাটফর্ম তৈরি করা হচ্ছে।